Blogger দ্বারা পরিচালিত.

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪

ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন স্পিড হ্যাক করুন ৮-mbps পর্যন্ত

১:৩২ PM - By Moin Uddin Blog 1

আমরা স্বাধীন দেশে বাস করি কিন্তু স্বাধীনভাবে নেট ব্যবহার করতে পারি না। শত সমস্যায় জর্জরিত এই দেশে এখনও ইন্টারনেট সহজলভ্য নয়। তবে এবার আপনার নেট স্বাধীনতা দিতে পারে হ্যাকিং কৌশল। শুধুমাত্র ব্রডব্যান্ড ইউজাররাই এই সুবিধা ভোগ করতে পারবে। তাহলে চলুন শুরু করা যাকঃ-

যা যা প্রয়োজন হ্যাক করার জন্যঃ

Network Scanner                             :Download
Technitium MAC Address Changer  :Download 
এবং প্রচুর ধৈর্য ও সাহস :D


এবার বলি কার্যপ্রণালীঃ

ধরি আপনার IP হলো 10.20.200.90। তাহলে Network Scanner সফটওয়্যারটি ওপেন করে Range From থেকে 10.20.200.1 To 10.20.200.250 সিলেক্ট করে দিতে পারেন। অর্থাৎ আপনার IP অনুযায়ী Range আন্দাজে বসিয়ে Start Scanning এ ক্লিক করুন।



তাহলে চিত্রের মতো কিছু IP & MAC adress পাবেন।

এখন Technitium MAC Address Changer বা TMAC সফটওয়্যার ওপেন করুন। Windows 7 হলে রাইট ক্লিক করে Run as administrator এ ক্লিক করে ওপেন করুন।



এখন চিত্রের মতো Up,operational যেটা আছে সেটা সিলেক্ট করে দিয়ে Change MAC এ ক্লিক করুন।
এখন ঐ খালি বক্সগুলোতে আইপি স্ক্যান করে যে mac address পেয়েছেন সেটা বসিয়ে Change now তে ক্লিক করে ৩০ সেকেন্ড অপেক্ষা করুন।। মনে রাখবেন আপনি যার আইপি ব্যবহার করবেন তার mac address ই এখানে বসাতে হবে।

এবার Control Panel\Network and Sharing Center এ যান। তারপর Change adapter settings থেকে Local Area Connection এ রাইট ক্লিক করে properties এ যান।







আশাকরি চিত্র অনুযায়ী IP বের করতে পেরেছেন। (Windows 7 থেকে নেয়া)
এখন আপনার IP পরিবর্তন করে সেখানে ঐ MAC Address অধিকারীর IP বসিয়ে ok দিয়ে বেরিয়ে আসুন। সব ঠিক ঠাক থাকলে কিছুক্ষন পরেই আপনার নেট চালু হয়ে যাবে। :D

সতর্কতাঃ

আপনাকে যাতে ধরতে না পারে তাই Computer Name সব সময় পরিবর্তন করবেন।

সব সময় এইভাবে নেট ব্যবহার করবেন না।

গভীর রাতে ব্যবহার করলে কোন সমস্যা হবে না অন্যথায় IP conflict হবে।

আপনার নিজের IP & MAC Address অন্য কোথাও লিখে রাখুন।

যেকোন ভাবেই যদি ধরা খেয়ে যান তাহলে লেখক কোনভাবেই দায়ী নয়। :D

আর হ্যা বিভিন্ন IP দিয়ে চেষ্টা করুন তাহলে হয়তো 1Mbps লাইন পেয়েও যেতে পারেন।

আশা করি কোন সমস্যা হবে না। সমস্যা হলে মন্তব্যে জানান।
ধন্যবাদ সবাইকে।
আমার সাথে যোগাযোগ করুন:
 facebook:http://facebook.com/muyin.uddin01

Tags:
About the Author

Muyin Contact: Mobile No:+8801817726202 THE CHOTTOLA COMPUTER'S Shah Amanat Market,Jublee Road,Chittagong,Bangladesh. Facebook: Muyin.com
View all posts by admin →

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

1 টি মন্তব্য:

Ads

Latest News

Blogroll

Ads

Ads

© 2014 Moin Uddin Blog. WP Theme-junkie converted by Bloggertheme9
Powered by Blogger.